শিরোনাম : দয়ার ভিখারি
কবি:মো: মোশারফ হোসেন মাসুদ
বর্ষার এখন যৌবনকাল
উত্তাল সাগর দিচ্ছে সংঘ,
তাদের মিলনে লক্ষ লক্ষ
মানুষের স্বপ্ন হলো বঙ্গ।
কেউ হারালো বিটা মাটি
কেউবা বাড়িঘর,
সবকিছু কেড়ে নিয়ে হাসে
উত্তাল ওই সাগর।
সবকিছু হারিয়ে অনেকেই নিঃস্ব,
কি এক করুণ দৃশ্য,
বুকের মাঝে কষ্টের ঢেউ
দেখার মত নেই কেউ।
নদীর একুল ভাঙ্গে ওকুল গড়ে
শুনলাম জীবনভর,
ঐ আকাশে আছে বসে আসল
ভাঙ্গা গড়ার কারিগর।
পাপিষ্ঠ ভূমি ধ্বংস করে তুমি
সাগরের মাঝে সাজাও বালুচর,
হে আল্লাহ্ আমরা পাপী গুনাগার
ক্ষমা ও দয়ার ভিখারি তোমার।