শিরোনাম-জ্যান্ত মৃত
কলমে-মোঃ মোশাররফ হোসেন মুছা
তারিখ-০৭/০৭/২০২৫খ্রি.
মন অশান্ত হইনি ক্ষান্ত
মৃত জ্যান্ত মুই,
পুষ্প কাননে দিবানিশি শয়নে
মোহিত গন্ধে জুঁই।
হয়েছি হরন করেছ বরণ
আতংকে যায় সদাশয়,
দেখলে ভিতরে দৃষ্টি কাতরে
বেদনা বুঝি নিশ্চয়ই।
হাহাকার করি চব্বিশ ঘণ্টাধরি
কখন করি আলিঙ্গন,
লজ্জা শরমে পারিপার্শ্বিক গরমে
বেঁধে রাখি মনতন।
দেখিয়া সেদিন বুকে চিনচিন
মোর দৃষ্টি উপরে,
বিরহে কাতর বেদনায় পাথর
কেমনে বলিগো ধরে!
বিধাতার বিচার পুড়ে অঙ্গার
সাধ নাহি বাঁচিতে,
পারিনা ভুলিতে সখীগো ললিতে
দেখবে পাগল নাচিতে।
সীমানা পেরিয়ে যাবোগো হারিয়ে
দু’জন বিজন বিপিনে,
হে দয়াময় হও সদয়
পরিত্রান করো স্বজনে।