শিরোনাম-- জামাইষষ্ঠী
কবি-- চিত্রা বন্দ্যোপাধ্যায়
তারিখ--২/৬/২৫
জামাই ষষ্ঠী
""""""""""""""""
জৈষ্ঠ্য মাসে ষষ্ঠী পূজা ফিরে এলো আবার
ধুতি পাঞ্জাবি পরে জামাই অপূর্ব তার বাহার
হাতে নিয়ে মিষ্টির হাঁড়ি
জামাই চলে শ্বশুর বাড়ি
শাশুড়ি কে শাড়ি দিয়ে প্রণাম করে হাজার।
হাড় কিপটে শ্বশুর যায় যে এখন বাজার
জামাই বাবার তরে হবে নানা রকম আহার
মাছ মাংস মিষ্টি দই
সাথে নিও মোয়া খই
চব্য চোষ্য পঞ্চ ব্যঞ্জন দিয়ে খাবে খাবার।
দুর্মূল্য বাজারে ঘুরে ফিরে ব্যস্ত শ্বশুর সবার
উচিত শিক্ষা দিতে হবে জামাই এলে এবার
গলদা চিংড়ি পাবদা রুই
চাই কুমড়ো টাটকা পুঁই
গোমড়া মুখে কর্তা বলে যেন সাধের একার!
ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করে জামাই বরণ
হলুদ সুতো হাতে বেঁধে ষষ্ঠীকে করে স্মরণ
পায়ে ধরে প্রণাম করে
আশীর্বাদের হাত মাথার পরে
এখন সব পাল্টে গেছে পূর্বের রীতির ধরণ।
এখন বুঝি হয়না আর ঠিক আগের মতন
এ যুগের জামাই পায়না কেন সঠিক যতন
ওসব নাকি ব্যাকডেটেড রীতি
চলে নাতো নিয়ম নীতি
সম্মান পাই কি আজও প্রিয় জামাই রতন।
মেয়ে জামাই আসবে বলে পাতা নতুন চাদর
তবে বাবু শালা শালি এক একটা বাঁদর
ঘাড়ের উপর শুধুই ঝুলে
টান মেরে ধুতি খুলে
কি বলি ভাই পাইনা একটু জামাই আদর।
ভাপা ইলিশ,খাসির মাংস,মিষ্টি,দই,পায়েস
ছাপ্পান্ন ভোগে রসনা তৃপ্ত করে কর আয়েশ
মিষ্টি পান পুরে মুখে
দিবানিদ্রা যাবে পরম সুখে
নিজ বাড়ি ফিরে যাবে মন সুখে মাহেশ।