শিরোনাম :-জাগরে জনতা জাগ।
কলমে:-দুর্গা শংকর দাশ।
তারিখ:-১০,০৬,২০২৫
যেদিন ভারত জননীর বুকে
সৃষ্টি হয়েছে ধর্ম দ্বেষ।
সেদিন থেকেই বিভেদ সৃষ্টি
অখণ্ডতা হয়েছে শেষ।।
হয়ত এ দেশ স্বাধীন হয়েছে
জনগণ তবু স্বাধীন নয়।
রাজনীতি করে শাসন ত্রাসন
মানুষের মনে বেজায় ভয়।।
ইংরেজ গেল জমিদার গেল
এবার এসেছে আমলারা।
শোষণ এখনো চলছে সমানে
শাসন চালায় মন্ত্রীরা।।
ভারতীয় যারা চায় না নিজেই
উন্নত হোক নিজের দেশ।
লুটোপুটি করে মরছে নিজেরা
দেশটাকে তারা করছে শেষ।।
জাগরে জনতা জাগ নাগরিক
ঘুচাতে দেশের দুর্গতি।
এ দেশটা হোক সোনার ভারত
বাড়ুক দেশের সুখ্যাতি।।