শিরোনাম: জন্মাষ্টমী উবাচ
কলমে : ডাঃ অশোক খাঁড়া
তারিখ: ১৬.৮.২০২৫
অষ্টমী তিথি কৃষ্ণপক্ষ গহন রজনী,
নিশীথ কালে জন্ম কৃষ্ণ শিরোমণি।
সতর্ক প্রহরী ঘেরা কংসের কারাগার,
দেবকীর গর্ভে রয় কৃষ্ণ অবতার।
সেদিন নিদ্রায় আচ্ছন্ন হল কারারক্ষীগণ,
দেবকীর ক্রোড়ে কৃষ্ণ জন্মাল তখন।
পিতা বাসুদেব থাকে খুব চিন্তায়,
কৃষ্ণকে রাখিবে সে নিশ্চিন্তে কোথায়।
মাথায় কৃষ্ণ পিতা বাসুদেব চলে,
উত্তাল যমুনার ঢেউ পড়ে উছলে।
মাতৃসম যশোদার কোলে কৃষ্ণ রাখিয়া,
যোগমায়াকে নিয়া বাসুদেব আসিল ফিরিয়া।
দেবকীর ক্রোড়ে কন্যা সন্তান দেখিয়া,
কংস রাজা তাকে ছুঁড়িল ফেলিয়া।
অন্তরীক্ষ হইতে দৈববাণী শুনিল কংস,
গোকুলে বাড়িছে সে করিবে ধ্বংস।
কৃষ্ণ অষ্টম গর্ভজাত দেবকীর সন্তান,
কংসের অজ্ঞাত রক্ষা হল প্রাণ।