শিরোনাম--চেতনায় নজরুল
কলমে-- চিত্রা বন্দ্যোপাধ্যায়
তারিখ--২৭/৫/২৫। নজরুল নটরাজ ছন্নছাড়া যুবরাজ
দুখুমিঞা ছিল যার নাম,
লেঠোকবি ছন্দরাজ বিদ্রোহের মহারাজ
চুরুলিয়া ছিল পূর্ণ ধাম।
চেতনায় নজরুল হৃদয়েতে বুলবুল
শতগুণে গুণী তব কবি,
সাহিত্যের আকাশেতে বিদ্রোহের বাতাসেতে
বিদ্রোহের এঁকেছেন ছবি।
ঝড়ঝঞ্ঝা অঘটন অর্থাভাবে অনটন
দাফন কাফনের নেই মূল্য,
সন্তানের সৎকার হয়নি চমৎকার
শর্তের বিনিময়ে অর্থের তুল্য।
ঝরে গেছে ফুলগুলি ঘুমিয়েছে বুলবুলি
কষ্টটা ছিল না তো অল্প,
সাহায্যের অনুদান লেখনীর প্রতিদান
আদিখ্যেতা করে বলছি নাতো গল্প।
অবারিত বঞ্চনায় সমাজের লাঞ্ছনায়
থামেনি কখনো অমূল্য সৃষ্টি,
নজরুল ভাবনায় বাংলার আঙ্গিনায়
একই বৃন্তে দুইটি কুসুম কৃষ্টি।
বিদ্রোহীর জন্মদিন ফিরে আসে পুণ্যদিন
ধর্মান্ধতার বেড়াজাল ভুলে,
অগ্নিবীণা অবদান করি সব জয়গান
নমস্কার জানাই দু'হাত তুলে।