শিরোনাম--চিলেকোঠা
কলমে-- চিত্রা বন্দ্যোপাধ্যায়
তারিখ--২১/৫/২৫
চিলেকোঠা
""""''''''"""""
চিলে কোঠায় ঠাম্মি কেন
একেলা পড়ে থাকে,
চোখের জলে কেন মা গো
গোবিন্দ বলে ডাকে।
প্রশ্ন করলে উত্তর দেয়
পরপারে যাবার তরে,
পরপার মানে কি হবে মা?
বলোনা ত্বরা করে।
পঙ্খিরাজে চড়ে তেপান্তরে
যায়না রাজপুত্র আজ,
রাজা রানীর গল্প বলে না
ফেলে সকল কাজ।
রক্ত পড়ছে মুখের থেকে
পারে না খেতে কিছু,
দুষ্টুমি করলে এখন আর
ছোটে না পিছু পিছু।
সারাটা রাত জেগে থাকে
নেই তো চোখে ঘুম,
আদর করে কাছে টেনে
খায় না আমায় চুম।
ক্যান্সার নামক মারণ রোগে
আয়ু হয়েছে স্বল্প,
বয়স ভারে তোমার সাথে বল
কি করে করবে গল্প!
""""""""""""""