শিরোনাম -ঘৃণা
কলমে -দীপ্তি চৌধুরী ঘোষ
তারিখ -০৪/১১/২৪
গরিব বলে আজকে যারা
করছো অবহেলা,
বিদায় কালে মরবে ধুকে
বুঝবে পরে ঠেলা।
গরিব যারা দুঃখী তারা
দেয় না কেহ মূল্য,
ছোট ভেবে ঘৃণা করা
হত্যা করার তুল্য।
গরিবকে যে ঘৃণা করে
এই ধরনীর মাঝে,
মানুষ রূপে কলঙ্ক তার
সেই তো মানুষ বাজে।
গরিব লোকের শ্রমের দানে
ধনী জমায় বিত্ত,
ওদের প্রতি মানবতায়
মহৎ রেখো চিত্ত।
অহংকারীর হৃদয় মাঝে
নেই কো কোন মায়া,
গর্হিত কাজ করতে কভু
জাগে না তো হায়া।