শিরোনাম : গোবরের ফুল
কলমে ; কাজী শিবলী সাদিক
তারিখ : ১১/৬/২০২৫
চাকচিক্য বেশ ভূষণ,চলন বলন বেশ,
ভেতরটা যে খাঁ খাঁ রোদ্র,
মরুভূমির বালুচিকার মতন।
রোদ্র তেজে ঝলমলে দেখায়,
মরুর বালুচিকা।
সেই বালিতে, পরিচর্যা না দিলে,
ফসল যে হবে না।
আমি রোদ্র তেজের,মুর্চনা
দেখেছি তার ভিতর।
দেখেছি হাহাকার, নির্বিকার চলনে,
জন্ম তাহার, নিদারুন করুন ইতিহাস।
এতিম,পিতৃ হারা,অযতনে থাকা,
এই তার জন্ম ইতিহাস।
সমাজ চোখে হাসির পাত্র, অবজ্ঞার পাত্র,
হয়তো আরো, নিম্নমান চিন্তার পাত্র,।
সেই কথায় কখনো তার,
নেই তো কর্ণপাত।
চলন বলন কথন তার, মানব জন্ম সে,
দুনিয়াতেই বেঁচে থাকি মানুষত্ব রূপে।
এই চিন্তায়, ভবের ধারায়, বাঁচে, গোবরের ফুল।
এক বেলা খেতে পারুক বা না পারুক,
খুঁজতে ব্যস্ত জীবনধারার মূল।