শিরোনাম : খুশির ঈদ
কবি : দীপিকা হালদার। দ্বিতীয়ার ঐ চাঁদ দেখে
ঈদের ঘোষণা হয়,
খুশির স্রোতে ভেসে সবে
ঈদ মোবারক কয়...।
মুমিন মুসলিম মিলে ওরা
খুশি ভাগ করে,
সাধ্যমত আনন্দে মাতে সবে
ধনী দরিদ্রের ঘরে...!
দীর্ঘ সংযম রোজার শেষে
এসেছে পবিত্র ঈদ,
আনন্দটুকু ভাগ করে নেয়
মিলে সকল সুহৃদ...!
ঈদ তখনই সফল হবে যদি
দীন দুঃখি সবার ঘরে
যখন খাবার রবে তখনি
খুশি ছড়িয়ে পরে...!
যদি এক কাতারে বসে সবাই
নামাজ আদায় করে
ভেদ ভুলে মিলেমিশে যায়
সবাই সবার ঘরে...!
ভাতৃত্বের বন্ধনে সকলে
একাকার হয়ে যায়,
ধনী গরিব সকলেই যেনো
একটি পোশাক পায়...!