শিরোনাম -ক্লান্ত!
কলমে-মোহাম্মদ জিয়াউল হক
তারিখ-২৯/১০/২০২৪
আমি পরিশ্রান্ত, আমি খুবই ক্লান্ত,
আমি দিবাকান্ত,আমিই রজনীকান্ত!
করতে করতে দায় পালন পরিশেষে,
নিজেকে ফেলেছি বড় দোষে!
বোঝের লোককে যায় বুঝানো,
দড়িটানাদের যায় কী সামলানো?
আমি ভাবতাম সকলের তরে,
সকলে ভাবে যার যার পরে!
একা হাতে দাড়, টানবো কত আর!
হিসেব নিকেশে সব দোষ আমার!
আর পারছি না বলে দিলাম ছেড়ে,
অপরাধী করলে কী আর করবো রে!
ভালোবাসা আর মনের টান,
বাঁধলে তার ভেতরে পাষান!
নিজেকে রাখতে হয় নিরাপদ দূরে,
যে যাই করুক, করতে দাও রে!
ভেবে নাও তুমি ছিন্ন কলমিলতা,
বিষন্ন থেকে জীবন দূর্বিষহ কেন অযথা?