শিরোনাম -কোলাহল করুণাসাগর
কলমে -চন্দনা কুন্ডু
তারিখ- 5.11.24
কল্লোলিত করুণার সাগরে আমি বিষাদ চেয়েছিলাম
পারিনি ?
আমি ঘরে আগুন জ্বালাতে চেয়েছিলাম,
পারিনি ?
আমি তুফান তুলতে, বারবার চেয়েছিলাম
পারিনি ?
কিন্তু, তুমি আমায় বিদ্রুপ করেছো সারাক্ষণ ।
হে, ঈশ্বর, আমি তোমার জন্য বরণডালা ফুল মালা
সাজাতে চেয়েছিলাম,ভেস্তে দিল দানব দৈত্যটা
সে,আমার অন্তরালে লুকিয়েয়ে থাকে মনের গভীরে ।
আমার রক্তের মধ্যে ক্রদ আক্রস তুলে আনে দুঃখ,
কানে যেন গরম হাওয়া বইতে থাকে ।
আমার অন্তরাত্মা ভীত,যেন ভয়ে ,
কুঁকড়ে থাকে ,সারাক্ষণ ,অবসরে ছোবল মারে ।
এই আমি , দানবটাকে সামনে আসতে বলি ।
সে , কিছুতেই আসেনা ,
আশাহত এই আমি , তবু অপেক্ষা করি ।
ভাবি সত্যের পাসে থাকবো,উচু গলায় বাঁচবো
ক্রমে আমার চেতনায় ঘনীভূত হয় বিশ্বাস ।
সে আমাকে আশ্বস্ত করে আমার পূঞ্জভূত ভয়ে
ক্রমশ নির্বিষ হয়, আমি ধীরে ধীরে লীন হয়,
শাপমুক্তি নাবিকের মতন আমার জীবনতরী,
নিশ্চিয়তা খুঁজে যাই, মায়াহীন কল্লোলিত করুণার সাগর।
চন্দনা কুন্ডু
বিধাননগর উল্টডাঙ্গা