শিরোনাম :-- কোরবানীর মর্ম কথা
কবি মোঃ শফিউল্লাহ মিয়া ভাই
তারিখ ০৩/০৬/২০২৫
ইসমাইল (আ:)এর পরিবর্তে আল্লাহর কুদরতিতে,
ফেরেশতাগণ বেহেস্ত থেকে দুম্বা দিলেন আনি।
মানুষের পরিবর্তে পশু হলো কোরবানি,
এই ছিল আল্লাহ পাকের অসীম মেহেরবানী।
মনের ভিতর পুষে তুই আল্লাহর নাফরমানি,
কি লাভ তাতে বনের পশুকে দিলে কোরবানি।
হালাল হারাম নিয়ম কানুন রীতিনীতি বুঝে শুনি,
হুকুম আল্লাহর প্রিয় বস্তুকে দিতে হবে কোরবানি।
আত্মশুদ্ধি ঈমানী শক্তি যদি মনের মাঝে নাহি হয়,
দেহের মাঝে রিপুর তাড়নায় শয়তানের প্রভাব রয়।
ওই সকল আত্মা ও দেহে আল্লাহর নাহি থাকে ভয়,
সৎ ও মহৎ সকল কাজে কর্মে সদায় থাকে সংশয়।
সহীহ শুদ্ধভাবে কোরআন হাদিস মানি ও শুনি,
ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে কর কোরবানি।
আল্লাহর পথে,আল্লাহকে হাজির-নাজির জানি।
লোক দেখানো গোস্ত খাওয়ার জন্য নয় কোরবানি,
আল্লাহ পাকের সন্তুষ্টি যদি করতে চাও অর্জন,
মনের ভিতরের পশুত্ববৃত্তি ব্যভিচার কে কর বর্জন।
রোজ হাশরের শেষ বিচারে তুমি হবে সজ্জন,
মনের পশুকে করো জবাই পাপকর্ম কর বিসর্জন।