শিরোনাম : কাঁচা বাঁশের পালকি,
কবি:মোহাম্মদ শফিউল্লাহ মিয়া ভাই
তারিখ ২৮/০৫/২০২৫
কাঁচা বাঁশের পালকি গড়ি,
দিবে আমায় মাটি।
টাকা পয়সা দালান কোঠা,
থাকবে দুনিয়া পড়ি।
ঈমান-আমল সঠিক করি,
যাবো দুনিয়ায় ছাড়ি।
সত্য-ন্যায়ের রাস্তা ধরি,
দিবো জান্নাত পাড়ি।
আসছি ভবে যেতে হবে,
আছে সবার জানা,
মিছিমিছি হানাহানি,
করতে প্রভুর মানা।
সত্যের পথে কলম ধরি,
সত্য কথা বলি।
দুঃখ-কষ্ট যতই থাকুক,
ন্যায়ের পথে চলি।
চক্ষু থাকতে হইলি কানা,
ভুলে রইলি সবি।
জীবন মিছে ষোল আনা,
বলছে সফি কবি।