শিরোনাম :– কষ্টের পৃথিবী
মোহাম্মদ শফিউল্লাহ মিয়া ভাই
তারিখ ২১/০৫/২০২৫
আনন্দে মুখরিত আজ তোমার শহর,
আমার স্বপ্নের পৃথিবীতে পড়েছে কহর।
তোমার পৃথিবীতে বহেছে দুধের নহর।
অন্ধকার আমার পৃথিবী কাটেনা প্রহর।
কষ্টরা বাসা বেঁধে আছে আমার বুকে,
তোমার পৃথিবী আনন্দে মেতে আছে মহাসুখে।
এই জীবনটা কেটে দিলাম শুধু দুখে দুখে,
এত কষ্ট এত দুঃখ যায়না বলা মুখে।
কষ্টরা আমাকে করতে পারেনি কাতর,
দুঃখ পেতে পেতে এ হৃদয় টা হয়েছে পাথর।
এই পৃথিবী বড়ই নিষ্ঠুর,তেমনি মানুষ স্বার্থপর,
খেলার ঘর ভেঙ্গে যাবে দেহটা হবে নিথর।