আমি তোমাকে নিয়ে হে কবিতা
করি অনুভূতি রচনা।
তোমার ভালোবাসা ছিলো মোর
জীবনে কষ্টের সুচনা।
মোমবাতির রস্মির মত অনলে
যায় হৃদয় পুড়ে।
তবুও তোমাকে ডাকি আমি শুধু
নিঠুর গানের সুরে।
জানো অনাকাঙ্ক্ষিত একমুঠো
ভালোবাসার আশায়।
জানি তুমি ছিলে পাশে মোর
ঐ সুরের মূর্ছনায়।
এ জীবনে আর বাজে না সুরে সুরে, হৃদয় বীণার বাঁশি।
তবুও আনমনে একাকীত্ব মনে
তোমাকে ভালোবাসি।
এ বক্ষ ক্ষত বিক্ষত হয়েছে আজ
নেই কোনো নিরাময়।
প্রেমের ফাঁদে গাইলে গান তুমি
শুধু পাওয়ার নেশায়।
দুটি হৃদয় ছিলো যেনো মোদের,
বীণি সুথায় গাঁথা।
মায়াজালে বিভোর ছিলো সোহাগে ভরা মমতা।
এ হৃদয় আকাশে মেঘ জমে,
হয়েছি জীবন্ত লাশ।
নিথর হয়ে পড়ে আছি,কেউ
কাঁটে না ঝাড়ের বাঁশ।
আতর গোলাপে গোসল দিয়েছি
হয়েছে বুকে দাফন।
দেহটা মুড়েছি বোবা কান্নায়
পড়েছি সাদা কাফন।
এসো না তুমি মাটি দিতে মোর,
ঐ নিথর সজ্জায়।
অন্ধকার কবরের আর্তনাদ শুনে
ফেটে যাবে তোমার হৃদয়।
একাকিত্ব ঐ গহীন জঙ্গলে শুয়ে,
তোমার ছবি আঁকি।
মনটা তোমার কাঁদলো না,আমি
সব অনুভবে দেখি।
জানি না তুমি কেমন আছো গো,
মোরে ভুলে সুখে।
সারাজীবন মোর নাম নিয়ে জানি, কাঁদবে ধুঁকে ধুঁকে।
মোর স্মৃতি গুলো যখন তোমার,
দিবে হৃদয়ে দোলা।
শেষ প্রান্তে এসে দেখো তুমি,
কখনো জাবে না ভোলা।