1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

শিরোনাম কনকাঞ্জলি গল্প । কলমে রামকৃষ্ণ দাস তারিখ 1৪- 05 -2025

  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

শিরোনাম কনকাঞ্জলি
গল্প । কলমে রামকৃষ্ণ দাস
তারিখ 1৪- 05 -2025
আমি বাবা মায়ের একমাত্র আদরের দুলালী। পিতৃ মাতৃস্নেহে বড় হয়েছি। পিতা মাতার কাছে আবদার করলে সবকিছুই নির্দ্বিধায় পেয়েছি। আমিও তাদের খুবই ভালোবাসি এইভাবে দিন চলতে থাকে ।গ্রামের মানুষ সাধারণ জীবন যাপন করতে অভ্যস্ত।
আমরাও তার ব্যতিক্রম নই।
গ্রামে আর ৫ জনের মত অচিনপুরের নিঝুম কুমার লাল পরী নীলপরী পক্ষীরাজ ঘোড়ায় চড়ে সাত সমুদ্র পেরিয়ে রাক্ষস পুরীতে যাওয়া শুনতে শুনতে কখন যে যৌবনে পদার্পন করেছি তা বুঝতেও পারিনি। সেই ছোটবেলার পুতুল খেলার দিনগুলো আজ শুধুই স্মৃতি পড়াশোনার সাথে সাথে বদলে গেল ব্যস্ততা জীবন হয়ে উঠল যন্ত্রেরমত ।

আর ছোট্ট সেই মেয়েটি হয়ে উঠল চলন্ত যান। আমি জানিনা যাদের কোলে জন্ম নিয়েছি যাদের স্নেহের কোন ঘাটতি ছিল না ।তাদের পর করে দিয়ে চলে যেতে হবে অজানা অচেনা দূরের কোন নতুন সাথীকে নিয়ে। বিবাহের দিনক্ষণ ঠিক করা হলো ।আমার মায়ের মুখের দিকে তাকালে চোখের জল ধরে রাখতে পারি না ।বরের বাড়ির অবস্থা মোটামুটি ভালো চাষী পরিবার ।জমা-জমিও আছে ।বাড়িতে কাজ একটু বেশি ।কিন্তু ভাত কাপড়ের অভাব হবে না। দিন যত এগিয়ে আসে হৃদয়ে বেদনার সুর বাড়তে ।থাকে চোখে রঙিন স্বপ্নও কম নয় ।অবশেষে বহু প্রতীক্ষার সেই দিন এলো ।ভোরে এয়োরা কুলো মাথায় নিয়ে কলসিকাখে উলুধ্বনিসহকারে জল সাধতেগেল। তাদের শঙ্কের ধ্বনিতে আমার হৃদয় বিভিন্ন হতে লাগলো রাত্রিতে বর এলো পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণ করালেন এরই মধ্যে পুরোহিতমশাই বর কে ও আমাকে নিয়ে আমার মাকে ডেকে থালায় করে একটি টাকা ও একটি শাড়ি কাপড়দিয়ে মাকে প্রণাম করতে বললেন । সঙ্গে একটি টাকা দিতেভুললেননা। আমি মাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে শুরু করলাম ।মা নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না। আমি মাকে বললাম মা ।এত ভালোবেসে কেন আমাকে পর করে দূরে ঠেলে দিচ্ছো। ওই একটা শাড়িতে আমার মলমূত্র পরিষ্কার করার সারা জীবনের মূল্য মা, ওই কি একটি টাকায় সারা জীবনের যা খেতে দিয়েছিলে সবকিছু শোধ করা যায় ।একেই কি বলে কনকাঞ্জলি ।মা আরো জোরে কাঁদতে লাগলো সানাইয়ের সুর মায়ের করুনকান্না যেন দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো আমি মন শক্ত করে বললাম মা মাসি সর্বনাশী কেঁদে কেন মর।আপন মনে ভেবে দেখো তোমরা কার ঘর কর
মা সবকিছুই দিয়েছিলে বটে কিন্তু দিতে পারবে কি স্মৃতিতে এক চিলতে সিঁদুর দিতে ।না তা কখনো পারবেনা বিদায়ের বেলা বেদনা রলিপি লিখিলাম অশ্রুদিয়া ।সুদূর পথে চলিলাম আমি বুক ভরা ব্যথা নিয়া। গাড়ি ছুটে চলল হওয়ার সাথে তালে তাল মিলিয়ে

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট