শিরোনাম: এখানে আঁধার
কলমে: একরামুল হক দীপু
০৭.০৭.২৫
এখানে অন্ধকার রাতে ল্যাম্পপোস্ট উড়িয়ে দেয়া ঝড়ের মতো প্রতিটা সকাল আসে,
অস্পৃশ্য অবাঞ্ছিত অদ্ভুত এই শহরের গলি উপ গলি।
এখানে তীব্র হতাশার উপগ্রহ ঘুরপাক খায় নিত্য ,
এখানে শহর জুড়ে বঞ্চিত জীবনের উপাখ্যান
এখানে অমাবস্যার কৃষ্ণ গহ্বরে হর হামেশাই ব্ল্যাক আউট!
জীবনের প্রবাহমান শিরা উপশিরায় স্তিমিত হয়ে আসে স্পন্দন , জীয়ন কাঠি হাতড়ে বেড়ায় অসহায় হাত।
আহা! চারদিকে ধূলি ধূসর বিকেল
উবে গেছে সবুজের সমারোহ,
উবে গেছে জীবনের সব রঙ রস বৈচিত্র্য!
মাথার দেড় হাত উপরে উত্তপ্ত আকাশ
বৈভব হারানো নাগরিকের উম্মুক্ত কারাগার,
এখন আর কোথাও যাওয়ার নেই
এখন আর কিছুই করার নেই
নিয়মিত অতিথি হয়ে এখানে অবসাদ আসে।
এখানে এই উদ্ভ্রান্ত নগরীতে
কেউ হাসতে জানে না
কেউ কথা রাখে না।