শিরোনাম: ইচ্ছে ছিল
কলমে: একরামুল হক দীপু
২৯.০৭.২৫
আমি অনেক কিছুই পারিনি
ইচ্ছে ছিল স্বপ্ন ডানায় ভর করে --
বিশাল আকাশ ঘুরে দেখার,
ঈশান কোণে জমে উঠা কালো মেঘের প্রবল বর্ষণে ভিজে ভিজে ভীষণ ভারী হয়ে উঠলো ডানা,
আমার আর নিজের আকাশ টুকু দেখা হলো না।
আমার একটা নদী ছিল
শান্ত জলের অথচ স্রোতস্বিনী,
ইচ্ছে ছিল দুচোখ ভরে দেখার তীরের বসতি
মানুষ মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনার গাঁথা,
অথচ অক্ষমতার বাণে কোথায় যে ভেসে গেলাম!
আমার দু'চোখ ভরে ছিল স্বপ্নের বেসাতি
এই সবুজ ছোট্ট উপত্যকায় ঘর গেরস্থালীর,
হল না কিছুই
বালুচরে বাঁধা ঘর ভাসিয়ে নিল পুঁজিবাদী জলোচ্ছ্বাস,
ব্যার্থতার কফিনে মোড়ানো স্বপ্নের
হল সলিল সমাধি।
ইচ্ছে ছিল জীবনের যাবতীয় স্বরবর্ণে লিখে যাব
অমর পান্ডুলিপি -- কিন্তু হায় !
অক্ষর গুলো স্তব্ধ, শব্দ গুলো মুর্তি আর বিমূর্ত ভাবনা
হারিয়ে যায় বার বার দুঃস্বপ্নের মেঘালয়ে।
আমি কিছুই পারিনি
জীবন এখন আকাঙ্ক্ষার বালিতটে পদদলিত,
জীবন এখন চাহিদার সমুদ্রে
নিঃশর্ত আত্মসমর্পণের মোহনায় ,
খুব বেশী চাওয়া ছিল কী জীবনের কাছে ?
ঐশ্বর্যের বদ্বীপ তো চাইনি
একটা আকাশ, ছোট্ট একটা নদী ছোট্ট একটা ঘর
আমার মতো সহজ বোধ্য পান্ডুলিপি
খুব বেশি চাওয়া ছিল কী?