1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন

শিরোনাম:-আবেগ অনুভূতি কলমে: কারিমা খান দুলারী খুলনা জেলা তারিখ:-১৩/৬/২৫

  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

শিরোনাম:-আবেগ অনুভূতি
কলমে: কারিমা খান দুলারী
খুলনা জেলা
তারিখ:-১৩/৬/২৫

আমি আনন্দে মাতোয়ারা, মনের অগোচরে।
মিষ্টি মধুর বেদনা গুলো, লুকিয়ে আছে এ অন্তরে।
উদাসীন মনে আমি, কল্পনায় ছবি আঁকি,
আনমনে নির্জনে আমি চাতক পাখির মতো থাকি।
মনে হয় হিমালয় পর্বত ভেঙে পড়েছে মাথায়,
হৃদয় আকাশে মেঘ করে, বজ্রধ্বনি হয় হৃদয়।
মন বলে, উড়ে যাই ঐ নীল নীলিমার আকাশে,
মুক্ত পাখির মতো উড়ি হিমেল বাতাসে।

স্মৃতি গুলো সংগোপনে ভাবি অধীর মনে,
অনুরাগের ছোঁয়ায় স্বস্তির নিশ্বাস টানি স্পন্দনে।
হঠাৎ যদি অঝোরে বৃষ্টি নামে এই লগ্নে,
আমি মাতোয়ারা হয়ে গাই গান আনমনে।
রংধনুর সাত রঙের খেলায় হারাতে চাই,
গভীর আঁধার রাতে তারা গুণে মন রাঙাই।
কষ্টরা হৃদয়ের আড়ালে অবিরাম খেলে লীলা,
ভালোবাসার অমিল গুলো দিশাহারা করে খেলা।

বুকের অতলে ভাঙনের জ্বালা অভিসারে,
জীবনের জোয়ারে নোঙর ফেলি ধিরে ধিরে।
মনের বাসনা রইবে হৃদয় আকাশ ছোঁয়া,
বিনিময়ে অর্জিত হবে রঙিন স্বপ্নের মায়া।
আমি খুঁজে ফিরি এই জীবনের দিশা,
আলোর প্রদীপ জ্বেলে করি বিষাদ আশা।
আশার তরী বেয়ে বিভোর হই মনের অজান্তে,
বাঁচার স্বপ্ন বুঝি মিলবে অচেনা প্রান্তে।

মনে হয় স্মৃতি গুলো মরীচিকার ছায়া,
এই জীবন যেনো ধূসর সব, অগোছালো মায়া।
মন পবনের ভেলায় ভেসে যদি যাই হারিয়ে,
পথের ধারে দুহাত তুলে ডাকবে কি দাঁড়িয়ে?
হৃদয়ের স্পন্দনে দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি,
চলার পথটি কষ্টের,জীবন যাপন নষ্ট করে গ্লানি।
তবুও পথ চলি আনমনে একাকিত্ব জীবন,
মনে হয় ছলনার মাঝে লুকিয়ে আছে ভুবন।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট