শিরোনাম :– “আফসোস”
কবি মোঃ শফিউল্লাহ মিয়া ভাই
তারিখ ০২/০৬/২০২৫
বড়ই আফসোস হয়,
আমরা কেমন,বাঙালি জাতি?
নিজেই করি নিজের ক্ষতি।
বড় আফসোস হয়,
আমরা তো ভিনদেশী কেউ নয়?
নিজেদের মধ্যে কেন রক্তপাত হয়?
বড় আফসোস হয়,
মানুষের মাঝে আশঙ্কা আর ভয়।
নৈতিকতার হচ্ছে পরাজয়।
বড় আফসোস হয়,
এ দেশটি নিয়ে কেন ষড়যন্ত্র হয়?
কখন কি হয় সর্বদায় মনে জাগে ভয়।
বড়ই আফসোস হয়,
মেধাবী ছাত্রদের রক্তে রঞ্জিত রাজপথ,
নিতে হবে সুন্দর একটি দেশ গড়ার শপথ।
বড় আফসোস হয়
মাতৃভূমির সাথে কেন বিশ্বাসঘাতকতা?
স্বাধীন দেশে আজও কেন পরাধীনতা?
বড় আফসোস হয়
আমাদের মাঝে মৃত্যুর কেন নাই ভয়?
কেন হচ্ছে মানবতার অবক্ষয়?
বড় আফসোস হয়,
চলছে লড়াই মিথ্যা সাজাই,
সবাই করছে ক্ষমতার বড়াই।
সত্যিই বড় আফসোস হয়,
যখন দেখি মেধাবী ছাত্রের লাশ।
তখন ভাবি দেশে ঘটছে সর্বনাশ।