শিরোনাম :– আদর্শ ছাত্র
মোহাম্মদ শফিউল্লাহ মিয়া ভাই
তারিখ ২৮ ০৭ ২০২৫
ছোট ছোট শিশু মোরা,
সবাই মিলে পাঠশালা যাই।
একই সাথে হাসি খেলি,
যেন মোরা বোন আর ভাই।
সবার সাথে মিলে মিশে চলি,
সদা সর্বদাই সত্য কথা বলি।
গুরুজনকে মান্য করে চলি,
আদর করে শিক্ষক মন্ডলী।
পড়ায় লেখায় কভু করবো না,
মোরা কোন অনিয়ম অবহেলা।
হেলায় হেলায় কাটাব না মোরা,
আমাদের মূল্যবান শিশু বেলা।
আমরা প্রতিদিনের পড়ালেখা,
প্রতিদিন করব আমরা শেষ।
মাস্টার মশাই করবে আদর,
বলবে তুমি সবার সেরা বেশ।
শিক্ষাগুরুকে শ্রদ্ধা ভক্তি করব,
বিদ্যালয়ের নিয়ম-কানুন মানবো।
গুণীজনদের কে অনুসরণ করব,
আলোকিত মানুষের পথ ধরবো।