শিরোনাম : আজব যন্ত্র
কলমে – পারিজাত রক্ষিত
তারিখ – ২৫-০৫-২০২৫
দেখছি বসে নতুন যুগের
মজার কাণ্ড কারখানা,
আজব যন্ত্রের রাঙা নেশায়
সবাই আজি আনমনা ।
বইপত্তর ঝুলিয়ে শিকেয়
সরস্বতী-র আরাধনা,
জিজ্ঞাসিলে কয় এই যন্ত্রেই
চলছে নাকি পড়াশোনা।
শুনছি ফোটে জনম, মরণ
হাতে রাখা ওই পর্দাতে,
কাছের মানুষ পর হয়েছে
কপট যন্ত্রের চর্চাতে।
অবাক হয়ে শুনছি আবার
বিয়ে থেকে শ্মশান ঘাট,
সব মিলবে এক ডাকেতেই
লাগবে না বাজার হাট।
ভবিষ্যতের শেষ অর্থ দিয়ে
কষ্টে হলেও কাল প্রাতে,
ভাবছি এবার কিনেই নেবো
মুঠোফোন-টা কোনো মতে