শিরোনাম: আগুনে পোড়া মুখ
কলমে: একরামুল হক দীপু
২৬.০৭.২৫
তীব্র যন্ত্রণায় ভেঙে যায় বুক
বারবার চোখে ভাসে আগুনে পোড়া কিছু মুখ,
দহনে হারিয়েছে সব বোধ
ভেতরে জন্মেছে আজ সমুদ্রসম ক্রোধ।
যার যায় সেই জানে হারানোর কি ব্যাথা
শোক গাঁথায় যতোই বলি এ কথা সে কথা,
ফিরবে না আর মায়ের কোলে আদর পাগল ফুল
করবে কি স্বীকার কেউ কে করছে এমন ভুল!
স্বর্গের শিশুগণ চলে গেছে স্বর্গে
আমরা হয়েছি ব্যাস্ত নরকের এই মর্গে,
দুদিন না পেরোতেই ভুলে যাবো এই শোক
সন্তান হারা মা ভুলবে কি সেই মুখ ?
সব কিছু ঠিক ঠাক চলছে চলবে
রাষ্ট্রের দায় ছিল এ কথা কে বলবে ?