শিরোনাম...... অল্পতে মন সুখী
কলমে......লিয়াকত সেখ
তাং.......২৩,০৫,২৫
আমার যাওয়া নয় বড়ো নয়
অল্পতে মন সুখী,
টাকা সোনার জন্য কভু
রই না আমি দুখী ।
নাম না জানা ফুলের মতো
পথের ধারে বাসা,
মুক্ত বাতাস বৃষ্টি জলে
পূর্ণ সকল আশা ।
মাটির ঘরে হাজার অভাব
আছে অনেক কষ্ট,
লোভের কাছে মন যে আমার
হয় না তবু নষ্ট ।
আসবে মরণ যখন তখন
ভয় করি না তাতে,
হাসিমুখে করব বরণ
শমন এলেও রাতে ।
বিপদকালে মিষ্টি হাসি
রয় যেন মোর মুখে,
জীবন আমার ধন্য হবে
লাগলে আঘাত বুকে ।