শিরোনাম :-অবক্ষয়।
কলমে:-দুর্গা শংকর দাশ।
তারিখ:-০৪,০৬,২০২৫
ভাঙ্গন ধরেছে আজ আধুনিক সমাজের
প্রতি স্তরে স্তরে।
স্নায়ুর সংগ্রামে দেখি সাজো সাজো রব-
সবাই প্রস্তুত আজ,
মানুষে মানুষে দ্বন্দ পৃথিবীর প্রতি ঘরে ঘরে।।
প্রাণ চায় সকলের সুখ শান্তি কেড়ে নিয়ে
সুখী হতে, রাজা হতে, দশের ভেতরে।
বিবেক কখনও যদি মাথা চাড়া দেয় মাঝেমাঝে
তবুও বিবেককে পিছে ফেলে
চেতনায় জল ঢেলে
মোসাহেবি করি সুখে রাজদরবারে।।
ন্যায় নীতি সব বুঝি,তবুও তো দিনরাত
করি শুধু ক্ষমতার পৃষ্টপোষকতা।
সত্য,ন্যায়,সুবিচার সব কিছু ভুলে
বিবেকের সাথে সাথে মন থেকে
মুছে ফেলি মায়া ও মমতা।।
মানুষ শুধুই বাঁচে নিজের সুখেতে
রাশি রাশি টাকা কড়ি খুঁজে নিতে চায়।
সমাজ যদিও যায় রসাতলে ডুবে
স্বজন ও পরিবার সুখে আছে খুব
তাতেই মনটা যেন শান্তি খুঁজে পায়।।