শিরোনাম ঃ হারিয়ে যাওয়া খালামণি /
ছোট গল্প
মোঃ নাজমুল হোসাইন শাওন
ও ছোট মা, আজ ১২ রমজান...
তোমার ফোনের সেই মিষ্টি কণ্ঠ আর শুনতে পাচ্ছি না।
“নাজমুল, বাবা তোদের বাড়িতে আসবো, ঠান্ডা পানি রাখবি আমার জন্য, বাবাকে বলবি আমাকে কাপড় কিনে দিতে আর ঈদের বোনাস দিতে।”
এই কথাগুলো আর তোমার মুখ থেকে শুনব না।
ছোটমা, তোমাকে ছাড়া আমি দুইটি ঈদ পার করেছি, আর পার করতেই হবে বেঁচে থাকাটা যতদিন।
তুমি আমার জীবনের সবচেয়ে বড় সাপোর্ট ছিলে।
তোমাকে ছাড়া জীবন মূল্যহীন, নিঃশ্বাসও নিতে কষ্ট হয়।
মা, ভালো থেকো অচেনা শহরে...
আমার হৃদয় তোমায় বারবার ডাকে— মা মা মা, ছোট মা...
অনেক ভালোবাসা আর অশেষ দোয়া রইলো তোমার জন্য।