শিরোনাম ঃ সেই দিন কেঁদেছিল
কবি মোঃ নাজমুল হোসাইন শাওন
সেই দিন কেঁদেছিল
মোঃ নাজমুল হোসাইন শাওন
১৯৮৪ সালের ৩১ শে মে ছিল।
বাঙালির জন্য ভয়াবহ একটি দিন
৩১ শে মে রাত ৪ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত নির্মম নিষ্ঠুর হত্যাকান্ডের শিকার হয়।
অসংখ্যা নিরহ মানুষ , সে রাত্রিতে
একে একে হত্যা করা হয়।
৪৭০ জন নিরহ বাঙালিকে
সেদিন কাউকে মেরে ছিল কুপিয়ে
কাউকে আবার মেরেছিল পুড়িয়ে ,
কাউকে আবার গাছের সাথে বাড়ি দিয়ে নির্মম নিষ্ঠুর ভাবে হত্যা করিয়াছিল ।
বাবা -মার, সামনে হত্যা করিয়াছিল সন্তানকে
সন্তানের সামনে হত্যা করিয়াছিল বাবা মাকে ,
বাঙালির পুরা লাশের গন্ধ আকাশে বাতাসে ছড়িয়ে যায় ।
৩৮ বছর ধরে জনম দুখিনী মা সন্তানের কবরের পাশে বসে আত্মনাদ করছে ।
দিতে পারিনি আদরের সন্তানকে শেষ বিদায় ,
দিতে পারেনি প্রিয় আত্মীয়-স্বজনের জানাযা
হয়নি তাদের শেষ গোসলটুকু,
কোনরকম দিতে হয়েছিল তাদের একসাথে মাটি ,
রাজেশ বাহিনীর হত্যাকাণ্ডের কথা ৩৮ বছর ধরে মানুষ ভুলতে পারিনি ।
নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ডের বিচার আজও পাইনি ভূষণছড়া বাসি ,
সেই দিন কেঁদেছিল রাঙ্গামাটি বাসী
সেদিন কেঁদেছিল রাঙ্গামাটি জেলার দুর্গম উপজেলা বরকল
সেদিন কেঁদেছিল গোটা বাংলার মানুষ
কেঁদেছিল ভূষণছড়ার নিরহ বাঙালিরা
সেদিন কেঁদে ছিল বাংলার জমিন আর আকাশ বাতাস