শিরোনাম ঃ মা ছেলেকে শেষবারের মতো আদর করল / প্রবন্ধ নিয়ে লেখা
কবি:মোঃ নাজমুল হোসাইন শাওন
মা ছেলেকে শেষবারের মতো আদর করল
মোঃ নাজমুল হোসাইন শাওন
মা ছেলেকে শেষবারের মত আদর করল । মা আর ছেলের মুখ থেকে শুনতে পারবে না । মা ডাকটি , আর কোনদিন আদরের মানিকটাকে দেখতে পারবে না । মা আর কোনদিন বলতে পারবে না । যে সাইফুল বাবা তুই কোথায় , কি করিস , কখন বাড়িতে আসবি , যে মা হারিয়েছে সন্তানকে সে মা বুঝতেছে সন্তান হারানো কতটা যন্ত্রণার, হে আল্লাহ ভাল রেখো পৃথিবীর সকল মায়ের আদরের মানিককে , আর যেই মায়ের কাছ থেকে হারিয়ে গেছে কলেজের মানিকটা আল্লাহ সেই কলিজার মানিকটাকে জান্নাত নসিব করুন এবং জনম দুঃখী মাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন