শিরোনাম ঃ বৃদ্ধাশ্রম
মোঃ নাজমুল হোসাইন শাওন
যে বাবা-মা তার সন্তানকে কষ্ট করে লালন পালন করেে। নিজে না খেয়ে বাবা-মা তার সন্তানের মুখে খাবার তুলে দেয় । যে বাবা মা সন্তানের বিপদে আপদে সব সময় পাশে থাকে । বিপদে সন্তানকে সবসময় সাপোর্ট দেয় । যে বাবা মা সন্তানের জন্য এত কিছু করে। সে বাবা-মা অনেক সন্তানের কাছে একটা সময় বোঝা হয়ে যায় । বাংলাদেশের দেখা যায় সন্তান তার বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে । তখন একটা বাবা মায়ের কষ্টের দিন হল । এটা কারণ যে সন্তানের জন্য বাবা-মা এত কিছু করল । সে সন্তান আজ তাদের সাথে বেইমানি করল । একটা বাবা মা চাই বৃদ্ধ বয়সে , তার সন্তানের সাথে থাকতে । কিন্তু সেই আশা অনেক।। বাবা-মার পূরণ হয় না । আমি একটা সন্তানকে বলতে চাই । তুমি যদি ঘরে থাকতে পারো । তোমার স্ত্রী সন্তানকে খাওয়াতে পারো । তাহলে কেন তোমার বাবা মা কে খাওয়াতে পারো না । যে সন্তান বাবা মাকে বৃদ্ধ বয়সে , বৃদ্ধাশ্রমে রেখে আসে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হোক।