শিরোনাম ঃ বাবা হল পৃথিবীর শ্রেষ্ঠ হিরো
কবি:মোঃ নাজমুল হোসাইন শাওন
আমার কাছে আপনি হলেন পৃথিবীর একজন শ্রেষ্ঠ হিরো ,
আমার বিপদে আর খারাপ সময় অনেক সাপোর্ট পেয়েছিলাম আপনার কাছে , ছোট্ট বেলায় হাঁটা শিখেছি আপনার হাত ধরে আব্বু , ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আপনি একটা নির্দেশনা দিতেন, এটা হল ধৈর্য এবং কেউ যদি আমাকে বাজে কথা বলে তাকে জবাব না দিয়ে যেন চলে আসি এবং বড় হয়ে যেনো ভালো কাজ করি, সৎ পথে চলি , ইসলামের পথে চলি , গরিব অসহায় মানুষদের পাশে থাকি এবং খারাপ মানুষদের কাছ থেকে যেন দূরে থাকি। সে নির্দেশনা টা সব সময় দিতেন । আপনি আমাকে সবচেয়ে বড় একটা নির্দেশনা দিয়ে ছিলেন এবং আমি সেটা মেনে চলতাম তাই জীবন অনেক সফলতা পেয়েছি ।
ভাগ্যবান একজন ছেলে কারণ আপনার মত একজন বাবার পেয়েছি আর বট গাছের মতো সব সময় ছায়া পেয়েছে আপনার কাছ থেকে , আমার পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হলেন আপনি , আপনার ঋণ কখনো শুধু করতে পারবো না । হে আল্লাহ বাবাকে নিয়ে যে স্বপ্নগুলো আছে সে স্বপ্নগুলো পূরণ করার তৌফিক দান করুন । হে আল্লাহ আমার বাবাকে সব সময় সুস্থ রাখুন এবং সকল খারাপ মানুষের নজর থেকে রক্ষা করুন । বাবা আপনার এই বিশেষ দিনে আপনার প্রতি রইল অফুরন্ত ভালোবাসা