শিরোনাম ঃ বাবা
মোঃ নাজমুল হোসাইন শাওন
বাবা মানে লড়াকু এক যোদ্ধা
বাবা হার না মানা বীর সৈনিক ,
বাবা পৃথিবীর শ্রেষ্ঠ এক অভিনেতা
বাবা মানে পৃথিবীর শ্রেষ্ঠ ছায়া ।
বাবা মানে মহা এক বড় বৃক্ষ
এই বৃক্ষ হারিয়া গেলে ।
সন্তান হইয়া যাইবে মৃত
বাবা নামক বৃক্ষ না থাকিলে
পৃথিবীতে মূল্য থাকিবে না ।
বাবা থাকিলে
আলোকিত হইবে জীবন ,
না হইলে জীবন হইয়া যাইবে ।
শূন্য হাহাকার মরুভূমির মতো
বাবা হইলো পৃথিবীর এক মহাসম্পদ
পৃথিবীতে এর চাইতে হইবে না আর
কোন দামি সম্পদ
বাবা নামক দামি জিনিসটার প্রতি রইল হাজারো ভালোবাসা,