শিরোনাম ঃ *বাঙালির রক্তেই গড়ে উঠেছে এই দেশ*
*– মোঃ নাজমুল হোসাইন শাওন*
*১৯৫২ সালে*,
রফিক, জব্বার, সালাম, বরকতসহ অনেক দামাল ছেলে
নিজের মাতৃভাষা বাংলার জন্য জীবন দিয়েছেন।
তাদের রক্তে ফিরে পেয়েছি আমাদের বাংলা মা’র ভাষা।
বাঙালিরা ভাষা হারাতে দেয়নি—রক্ত দিয়ে ভাষা রক্ষা করেছে।
*১৯৭১ সালে*,
৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ।
এই জন্মভূমির জন্য প্রাণ দিয়েছে লাখো মুক্তিযোদ্ধা—
বাঙালি মাথা নত করেনি, বরং বুক চিতিয়ে রক্ষা করেছে তার মাটি।
*২০২৪ সালে*,
স্বৈরাচার সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বাংলার মানুষ।
শত শত ভাই-বোনকে হত্যা করা হয়েছে,
তবুও তারা থামেনি, দমেনি—
শেষ পর্যন্ত স্বৈরাচারের পতন ঘটিয়েছে রক্ত দিয়েই।
এখন,
*পার্বত্য চট্টগ্রামে* ৪০ হাজার বাঙালিকে হত্যা করা হয়েছে—
*জুম্মল্যান্ড* নামক একটি পৃথক রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়নের নামে।
কিন্তু মনে রাখো,
আমরা যতদিন বেঁচে আছি—
ততদিন এই বাংলার মাটি ভাগ হতে দেব না।
*১৯৫২* সালে ভাষা রক্ষা করেছি,
*১৯৭১* সালে জন্মভূমিকে রক্ষা করেছি,
*২০২৪* সালে অধিকার রক্ষায় লড়ে