শিরোনাম ঃ *নতুন বছর বরণ করা হলো না*
কবি :মোঃ নাজমুল হোসাইন শাওন
১৯৯২ সাল—
নতুন বছরকে বরণ করতে বাঙালিরা প্রস্তুত হয়েছিল আনন্দে।
বাড়ি সাজানো, বাজার সদাই, বিশ্রামের প্রস্তুতি—
সবকিছু ছিল এক নির্ভাবনার ছায়ায়।
কিন্তু কে জানতো,
এই উৎসবের ঠিক মাঝপথে
নেমে আসবে এক ভয়াবহ কালবৈশাখী!
হঠাৎই রাঙামাটির খাগড়াছড়ির বুকে
নেমে এলো এক নিষ্ঠুর হত্যাযজ্ঞ।
চোখের সামনে বাবা-মা, ভাই-বোনের মৃত্যু দৃশ্য
অসহায়ভাবে দেখতে হলো শত শত মানুষকে।
দুধের শিশু থেকে বৃদ্ধ—
কেউ রেহাই পেল না।
চারদিকে লাশের স্তূপ,
মাটিতে ছড়িয়ে ছিটিয়ে ছিল বাঙালির ছিন্নভিন্ন দেহাংশ।
হার-গোড় আর মৃতদেহের গন্ধে
বিধ্বস্ত হয়ে উঠেছিল লোগাং নদীর দুই তীর।
লাল হয়ে উঠেছিল সেই নদী—
বাঙালির রক্তে।
১০০০-এরও বেশি নিরীহ মানুষ
হত্যাকাণ্ডের শিকার হয়েছিল সেদিন ভিনদেশী নৃশংসতায়।
সেদিন খাগড়াছড়ি কেঁদেছিল,
বাংলাদেশ কেঁদেছিল,
কেঁদেছিল আকাশ, বাতাস, বাংলার জমিন।
কিন্তু কেউ দিতে পারেনি বিচার,
কেউ দিতে পারেনি শান্তি—
শুধু রয়ে গেছে অশ্রু আর সেই নতুন বছর
যা কখনো *বরণ করা হলো না।*