শিরোনাম ঃ ইভটিজিং
মোঃ নাজমুল হোসাইন শাওন
আমাদের মা-বোনদেরকে রাস্তাঘাটে , অনেক সময়, অনেক অমানুষের সন্তানরা অনেক নোংরা কথা বলে । আসলে যারা মা বোনদের অপমান করে । সে যে ধর্মের মা-বোন হোক , যদি সে মা বোন হয় , হিন্দু , বৌদ্ধ খ্রিস্টান এমনকি আমাদের মুসলমান ধর্মের মা বোন , সেটা যে ধর্মের মা বোন হোক না কেন আমাদের প্রতিবাদ করতে হবে । কারণ আমাদের সবার ঘরে মা বোন আছে। আমাদের সামনে যদি কোন মা বোনকে নোংরা কথা বলে , তাদের বিরুদ্ধে সমাজে প্রত্যেকটা মানুষের প্রতিবাদ করা উচিত । আমাদের মা বোনদের মত যদি কারো মা বোনকে অপমান করে । তাহলে আমাদের মা বোনদের মত , আমরা প্রতিবাদ করব । আমরা কাপুরুষের মত মুখ বুজে থাকবো না । যারা ইভটিজিং করে তাদেরকে এমন শাস্তি দেয়া হোক যেন আর কোন মা বোনকে অপমান না করতে পারে