শিরোনাম:নোংরা চোখের পলক
কবি:মোহাম্মাদ নাঈম কাকন
আমি রাস্তায় চলার পথে,
অসভ্য মানুষগুলো যখন দেখি
বড় কষ্ট জাগে হৃদয়!
আনমনা কাঁদে মন
ঝরে অশ্রুদানা নয়ন।
কেন তাদের এমন অশ্লীল আচরণ?
অদৃশ্য শকুনি ইফটিজেন,
কত অসহায় নারীর করে অসম্মান,
ওরে বেহায়া র্নিলজ্জ পুরুষ,
তোরা একটু ভাবলিনা মন।
যে নারী জাতিদের আজ তোরা
পথ ঘাটে করছিস অপমান,
সেতো তোর মা,বোন,স্ত্রী,কন্যা
তাদের কেউ না কেউ একজন
কি করে অসভ্য হীন্য বর্বর?
করতে পারলি তুই এমন!
যে নারী আকিঞ্চনে এত নীচু মন
তার গর্ভেই তোর যে জনম
একবার ভেবে দেখলিনারে
ওরে পাষান্ড পশুমতি নরাধম…
কিসের মোহে আকিঞ্চনে
তাহার কামনায় এত নোংরা মন
পারলিলা আদৌ শুদ্ধ হতে
ওরে অবুঝ,ওরে বেশরম।