1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম,কুকুর বিশ্বস্ত প্রাণী। কারিমা খাঁন দুলারী, খুলনা জেলা ফুলতলা।

  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

শিরোনাম,কুকুর বিশ্বস্ত প্রাণী।
কারিমা খাঁন দুলারী,
খুলনা জেলা ফুলতলা।

আমরা পশু,আল্লাহ সৃষ্টি করেছে
তোমাদের জন্য
তোমাদের সুবিধার জন্য আসি
কিন্তু করো না গণ্য।
খেয়ে না ঘুমিয়ে পাহাড়া দিয়ে
যাই তোমাদের দ্বারে।
আর তোমরা অমানবিক ভাবে
মারো বারেবারে।
তোমাদের কোনো বিপদ দেখলে
পাগলের মত ডাকি
তোমরা একমুঠো খেতে না দিয়ে
দেও ফাঁকি।

তবুও মায়া জন্য যেতে পারি না
তোমাদের ছেঁড়ে
একটু কিছু হলে তোমরা সবাই
জানটা নেও কেড়ে।
হাঁস মুরগি শিয়ালে নিলে দেখি
মন করো উতলা
আমি পাগলের মত ছুটে যাই
ডেকে খুঁজে মরি একলা।
চোর ডাকাত বাড়িতে ঢুকলে
ডেকে সতর্ক আমি করি
তার পর ও তোমাদের কাছে
ক্ষুধা পেটে শুনি ঝাড়ি।

তোমরা কিসের মানুষ নেই
তোমাদের মনুষ্যত্ব
তোমাদের সুবিধার জন্য আসি
পাহাড়া দিতে অবিরত।
তোমাদের কারো মৃত্যু হলে
জানো কেঁদে করি দোয়া
তবুও তোমরা খুব স্বার্থপর নির্দয়
নেই কোনো মায়া।
শত্রুদল সম্পদ লুটে খুন করে
দেয় যখন তোমাদের কবর
আমি উদাস হয়ে ছুটে গিয়ে
পুলিশ কে দি লাশের খবর।

দেখো চেয়ে ইয়ার পোর্টে কত
কুকুর পুলিশের হাতে
বিশ্বস্ত প্রাণী মনে করে, শত্রুদের
ধরে তাঁরা সাথে।
তবুও তোমরা খাবার খাও দেও
না একমুঠো ভাত
তোমাদের জীবনের জন্য মোরা
পাহাড়া দি জেগে সারা রাত।
কিছু খেয়ে বাহিরে ফেললে ভাবি
দিয়েছো বুঝি খাবার
ছুটে গিয়ে দেখি কিছুই না
কেঁদে ফিরে আসি আবার।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট