শিরোনামঃ হিংসা
কলমেঃ রনী খাতুন
তারিখঃ ২৫/০৫/২০২৫
হিংসার অনল জ্বললে বুকে
মুখ ফসকে পড়ে,
ফোসকা ফেলেই উল্টো সুরে
ভালোবাসা গড়ে।
কপাল জুড়ে বিষের তিলক
বুকটা রাখে ভারি,
কথার ছলে ছুঁড়ে মারে
কাঁচের ভাঙা হাঁড়ি।
প্রিয় স্বজন অতিথিরা
আসলে তাদের ঘরে ,
নিজের ডেরায় তাদের রেখে
গল্প শোনায় বরে।
মিষ্টি কথায় তখন তাদের
প্রিয় হয়ে উঠে,
অপবাদের পাহাড় গড়ে
সৎকে রাখে ঠোঁটে।
বহু দোষে দোষী তারা
ভাবে না”তো কভু।
হিংসা নিয়েই বেঁচে থাকে
ঝুঁকি এলেও তবু।