শিরোনামঃ স্বাধীনতা
কবি: রনী খাতুন
তারিখঃ২৬/০৩/২০২৫
বাংলা মায়ের আঁচলখানি
বীর শহীদের দান,
বুকের তাজা রক্ত ঢেলে
রেখে গেছেন মান।
বাহান্নতে মায়ের ভাষা
চেয়ে দিলো প্রাণ,
ছেষট্টিতে ছয় দফাতে
আছে তাদের ঘ্রাণ।
উনসত্তরের অভ্যুত্থানে
পাক সেনাদের ভয়,
একাত্তরে নিয়ে এলো
বঙ্গ মাতার জয়।
স্বাধীন দেশে উড়লো নিশান
সবুজ ঘেরা লাল,
সত্যটাকে মানতে কেহ
করো না"কো টাল।