শিরোনামঃ সোহাগ
কলমে ঃ রনী খাতুন
তারিখ ঃ ১৩/০৭/২০২৫
সোহাগ তুমি শুভ্র বণিক
সত্যে হৃদয় ভরা,
সন্ত্রাসীরা তোমায় মেরে
ভরলো পাপের ঘড়া।
জান্নাতেরই ফুল বাগানে
থাকো তুমি সুখে,
দেখবে চেয়ে ওপার হতে
ডুববে ওরা থুকে।
নিজের হাতে আইন তুলে
বীর সেজেছে ওরা,
আজকে না হোক দুদিন পরে
ওরাও যাবে মারা।
হিসাব কষে ধরবে তখন
ফেরেস্তারা এসে,
ন্যায় বিচারের সুগন্ধিতে
তুমি যাবে ভেসে।
আইন হাতে পেয়েও যারা
বসে ছিলো চুপি,
তারাও সবাই দগ্ধ হবে
শুইয়ে আঁধার খুপি।
কাঁদবে তখন অপরাধী
থাকবে ভীষণ ভয়ে,
হাসবে বসে সেদিন তুমি
বেহেশত্টাকে জয়ে।