শিরোনামঃ সুখ তরী
কলমেঃ রনী খাতুন
তারিখঃ ০৩/০৬/২০২৫
দিন এসে চলে যায়
থাকে শুধু স্মৃতি,
কিছু তার ব্যথা ভর
কিছু আঁটে প্রীতি।
দায় পড়ে কতো মুখ
ভেসে চলে বায়ে,
শুধু চোখ মুছে আর
ভাবে বসে ছায়ে।
উড়ে যায় বহু পথ
চিনে নাতো কিছু,
ঘোর কালো রাতে তার
আলো জ্বলে পিছু।
ভয়ে বুক কাঁপে তার
তবু চলে মাঠে,
বেলা শেষ হয়ে যায়
বসে থাকে ঘাটে।
কতো রাত কতো দিন
কাটে বসে হেথা,
সুখ তরী মাঝি আর
আসে না'কো সেথা।
বুক ভরা আশা তার
গৃহ পেলো শেষে,
রোজ এসে ডেকে দেয়
মাঝি তারে হেসে।