শিরোনামঃ সত্যের হামাগুড়ি
কবি: শাহিনা আফরোজ
বসন্ত হেসে বলে ফুল আছে বুকে
বাবুই পাখি হাসে নীড় হারা সুখে
নেতা হাসে নিদারুণ
কবি হাসে কি দারুণ
চাঁদাবাজ সংবাদ খিল আছে মুখে
মিথ্যের হৈ চৈ দিকে দিকে পষ্ট
সত্যের হামাগুড়ি আহা কি কষ্ট
হেসে হেসে জিতে যায়
ওরা প্রভুদের ধরে পায়
নারী মদে মেতে থাকে বেশ স্পষ্ট
নেতা কবি শুশীলের উপাধি চামচা
সহে যাওয়া জনতার হাতে আছে গামছা
দিনে রাতে চোখ মোছে
হাত পেতে সুখ খোঁজে
লাজহীন জীবনে লেখে রোজ-নামচা !