শিরোনামঃ সততার জয় হোক
কলমে ঃ রনী খাতুন
তারিখঃ ১৭/০৭/২০২৫
কান পেতে শোনো ঐ
বাতাসের কান্না,
কেড়ে নিলো প্রাণ দীপ
আর হীরা পান্না।
আকাশের গায়ে আজ
রূধিরের লাল দাগ,
কালো মেঘে ঘর্ষণ
আঙিনায় চায় ভাগ।
শ্বেতকায় নিসাড়ে
মুছে তার দুই চোখ,
সবুজের চাওয়া আজ
সততার জয় হোক।