শিরোনামঃ মোমের আলো
কলমেঃ কাজী সেলিনা মমতাজ শেলী
তারিখঃ ১০/১১/২০২৪ খ্রিষ্টাব্দ
মোমের আলো প্রদীবের নিচে আলোছায়া মন ভরে যায় প্রদীবের নিচে আলোছায়া আলোয় হৃদয় ছুঁয়ে ছুঁয়ে যায়
মন জুড়ালো মোমের আলো, গৃহ আলোকিত হয়ে যায়, কুঞ্জবনে সূর্য আলো আসে রাতের আঁধার হারিয়ে যায়।
নিশিতে মোমের আলো গৃহকোণে জ্বলে মন হারিয়ে যায়
কুঞ্জবনে সংগোপনে মোমের আলো ফুল মুগ্ধ হয়ে যায়।
শরৎ হেমন্ত সেখানেও মোমের আলো আঁধার মুছে যায়, সুন্দর মঙ্গলে মোমের আলো জীবন খুশিতে হারিয়ে যায়
স্নেহের মাঝে এ রাতের আঁধারে আলো যেন রশ্মি রেখা,
তুমি আছ হৃদয়ের মাঝে এ মনেতে তব যেন রশ্মি রেখা
ব্যাকুলতা হৃদয়ে, ব্যাকুলতা তার মাঝে তুমি রশ্মি রেখা,
গীতসুধারসে, তার মাঝে মোমের আলো সে রশ্মি রেখা।
মন যদি ভেঙ্গেচুরে যায় প্রদীবের আলো তব রশ্মি রেখা, বিশ্বজগৎ সেখানেও, এ মোমের আলো তব রশ্মি রেখা।