শিরোনামঃ ভুল
কলমে: রেবা ডাকুয়া মিস্ত্রী
তারিখ ০৫/০৭/২০২৫
অনেক ভুলই ফুল হয়ে ঝড়ে
নিত্য স্মৃতির পাতায়,
আবার অনেক ভুল অবিরাম কাঁদে
কারও জীবনের খাতায়।
ভুল যদি হয় বড় সুমধুর
মনে পড়লেই হাসি,
কোন কোন ভুলে জীবন ভাঙ্গে
ভাঙ্গে স্বপ্ন রাশি রাশি।
কোন ভুলের মাশুল গুনিতে
জীবনটা বরবাদ ,
ভুল যদি হয় এমন তর করে
জীবনকে আত্মসাৎ।
কখনো ভুল শিখায় জীবনকে
শক্ত পথে চলতে,
কোন কোন ভুলের ক্ষমাই নাই
পারে না কিছুতেই ভুলতে।
যে ভুল গুলি শোধরানো যায়
তাহাতেই হয় শিক্ষা,
কিছু কিছু ভুলের পরিণতিতে
রাজাও করে ভিক্ষা।
আবেগের ভুলে বিবাগী হয়ে
ছাড়িয়া স্বজন প্রীতি ,
ভালো থাকার অভিনয় করেও
মনে রয়ে যায় ভীতি।