1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন

শিরোনামঃ বৃদ্ধাশ্রম থেকে মায়ের শেষ চিঠি কলমেঃ শাহিন আলম তারিখঃ ০৪/১১/২০২৪

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

শিরোনামঃ বৃদ্ধাশ্রম থেকে মায়ের শেষ চিঠি
কলমেঃ শাহিন আলম
তারিখঃ ০৪/১১/২০২৪

আমার খোকা,
লিখছি তোকে চিঠি আমি পত্র বিনিময়ে,
শেষ চিঠিটা লিখছি তোকে পরবি সবিনয়ে।
শুনতে বড়ো ইচ্ছে করে কেমন আছিস তুই,
সুখে আছিস, ভালোই আছিস জেনে খুশি হই।

জানিস খোকা,আজকে আমার ভিষন ভাবে
পরছে মনে তোর মায়াবী মুখ,
প্রশ্ন জাগছে মনের মাঝে
অভাগীকে দূরে রেখে পেলি কি তুই সুখ?

মনে পরে কি খোকা তোর?
ছোট্ট বেলায় শক্ত খাবার পারতি না তুই খেতে,
নরম খাবার দিতাম তুলে তোর মায়াবী মুখে।

দুষ্টুমি তুই করতি কত আমার থেকে দূরে,
ভুলগুলো সব শুধরে দিতাম হাত দু’টি তোর ধরে।
হামাগুড়ি দিতিস রে তুই ধুলো লাগতো গাঁয়,
খুশি চিত্তে চেয়ে থাকতাম আমি তোর মায়।

খোকা তোরে খুব যত্নে রাখতাম বুকে
সাজিয়ে মনের দোলনায়,
সেই তুই হায় ভাবলি না তো
কেমন করে থাকবে মায়ে পাটির শক্ত বিছানায়।

জানতে বড়োই ইচ্ছে করে তুই কি আমার ছেলে?
নীতি কথা বলতি কত_
কষ্ট লাঘব হবে আমার চাকরি তুই পেলে।
চাকরি পেয়ে করলি বিয়ে স্বপ্ন হলো পূরণ,
সুখটা যখন দিলো ধরা ভাবলি আমায় দুষমন।

কি করে বল বুঝবি খোকা মায়ের মনের ব্যথা,
কষ্ট হলেও থাকবি পাশে দিয়েছিলি সেই কথা।
আছিস নাকি সুখে তুই শুনছি লোকের মুখে,
আমিও আছি ভালোই সুখে,কষ্টও হয়না দুঃখে।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট