শিরোনামঃ বিদায় ক্ষণে
কলনেঃ রনী খাতুন
তারিখঃ ২৬/০৫/২০২৫
আজকে তোমার বিদায় ক্ষণে
মনটা কেমন করে,
কেন জানি কপোল চুইয়ে
অশ্রু বারি ঝরে।
কতো কথা কতো স্মৃতি
রেখে গেছো তুমি,
হঠাৎ করেই চলে গেছো
পাশের বিদ্যা ভূমি।
অফিস ঘরে ভিন্ন মানুষ
থাকে পাশাপাশি,
অনেক কিছু আছে সেথা
সঙ্গে হাসাহাসি।
কেউ জানিনা কখন এসে
কষ্ট কারে ঘনে,
ক্ষমা করে দিও সবাই
কেউ রেখো না মনে।
আমরা মানুষ ছোট্ট নীড়ে
ক্ষণিক চলা পাখি,
কবর কিংবা চিতায় যাবে
দম ফুরানোর বাকি।
তাইতো সবাই সাদা প্রাণে
চলবো ক্ষণিক ভবে,
কীর্তিটুকুই সবার তরে
শুধু বেঁচে রবে।
যেথায় থাকো ভালো থেকো
এই কামনা করি,
জ্ঞান বিলায়ে এদেশটাকে
আমরা যাবো গড়ি।