শিরোনামঃ বাস্তবতা।
কে এম হারুনুর রশিদ।
তারিখঃ-২২/০৮/২৫।
এক্সপার ডেট ঔষুধে যদি লাগাই,
নতুন মোড়ক।
সেই ঔষিধে ভালো কাজ করবে,
বলে মহারাজ সাধক।
আশি বছরের বৃদ্ধ যদি বলে,
আমি হয়েছি যুবক।
চান্দাবাজ নির্যাতনকারি বলে,
আমি হয়েছি সেবক।
চোর ডাকাত ও লুটেরা বলে,
আমি হবো আমানতদার।
খুলে দিব দেশ ও দশের ভাগ্য,
উন্নয়নের সব দুয়ার।
মাদক সেবি নীশাখোর বলে,
ছেড়ে দিলাম সব নীশা।
এখন থেকে দেশের মানুষ কে,
দেখাব পথের দীশা।
কয়লা ধুলেই ময়লা যাবে সব,
আতর মাখলেই গন্ধ।
এমন কথা বিশ্বাস করবে,
আছেকি এমন অন্ধ।
ভালো করতে ভালো হতে হয়,
মন্দ করতে মন্দ।
চিকার গায়ে আতর লাগালেও,
যাবেনা তার গন্ধ।
বাস্তবতা মানেনা যারা তারায়,
আসল অন্ধ।
অবাস্তব কিছু আশা করলে,
সর্যকরতে হবেই দুর্গন্ধ।