শিরোনামঃ প্রেম পরিণাম
কলমঃ রনী খাতুন
তারিখঃ ১৫/০৭/২০২৫
ফেসবুকে ভালোবেসে
ভাঙ্গো যদি সংসার,
পরিনামে হতে হবে
অপরাধী টংকার।
কৌশলে প্রবঁচক
কিনে নেবে অন্তর,
টাকা কড়ি লুটে নিতে
দেবে বদ মন্তর।
প্রেম ঘোরে নেশা চোখে
হয়ে পড়ে উদাসী,
ধিঙ্গির মতো তুমি
ছুটে যাবে সকাশী।
হিতাহিত বোধটুকু
খেয়ে নেবে সহজে,
অকারণ ঘর ছেড়ে
দেবে প্রেম গরজে।
সবকিছু পিছু ফেলে
যাবে যেই স্বর্গ,
লাথি মেরে ঠিক সেই
পাঠাবে ও মর্গ।
কেঁদে কেঁদে সত্যটা
বলবে যে মানুষে,
মজা নিয়ে বাকিটা
উড়াবে সে ফানুসে।
অপবাদ বিনে কিছু
থাকবে না শেষে আর,
বোকামিতে কেহ তাই
হইও না'কো সুখে বার।