শিরোনামঃ প্রেমের সাক্ষী
কলমে: রেবা ডাকুয়া মিস্ত্রী
তারিখ: ১০/০৬/২০২৫
হৃদয়ের গভীর ক্ষততে বেঁধেছে
বেদনার কুড়ে ঘর,
বিরহ বিষাদ মিলে মিশে রয়
কেউ নয় কারো পর।
আমি সয়ে যাই দিবানিশি তারে
নিস্তেজ করিয়া প্রাণ,
ভালোবাসার ওই অকাল বোধনে
বেঁধেছি যে জাত মান।
ভুলের পাহাড়ে বাঁধিয়া রাখিয়া
নিজেই ভুলিলে মোরে,
প্রশ্বাসের বায়ু ক্ষীণ মোর প্রায়
বিলাপি স্বপ্নের ঘোরে।
তবু ও আশা জাগে প্রতি ক্ষনে
ফিরিবে আমার দ্বারে,
অম্বরে শুধাই দেখেছ কি তাকে?
ভালোবাসি আমি যারে।
বড় বেইমান –প্রেমের শ্রী মান
কথা দিয়ে রাখোনি তুমি,
প্রেমের সাক্ষী রেখেছি প্রকৃতি
আর পবিত্র পূণ্য ভূমি।